উপাদানঃ
রুপা ট্যাবলেট ও প্রতিটি ট্যাবলেটে আছে রুপাটাডিন ফিউমারেট আইএনএন যা রুপাটাডিন ১০। মি.গ্রা. এর সমতুল্য।
রুপা ওরাল সলিউশন :
প্রতি ৫ মি.লি. ওরাল সলিউশনে আছে রুপাটাডিন ফিউমারেট আইএনএন যা রুপাটাডিন ৫ মি.গ্রা. এর সমতুল্য।
ফার্মাকোলজি :
রুপাটাডিন একটি দীর্ঘমেয়াদী কার্যকরী, ননসিডেটিভ হিস্টামিন H1 রিসেপ্টর এন্টাগােনিস্ট। এটি প্লাটিলেট এ্যাকটিভেটিং ফ্যাকটরকেও (PAF) বাধা প্রদান করে। হিস্টামিন এবং PAF উভয়ই ব্রংকোকনষ্ট্রিকশান করে যা ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ায় এবং প্রদাহ সৃষ্টি করে। দ্বৈত কার্যপ্রণালীর মাধ্যমে রুপাটাডিন অন্য এন্টিহিস্টামিন থেকে ভালাে কার্যকারিতা দেখায়। এছাড়াও রুপাটাডিনের অন্য এন্টিএলার্জিক বৈশিষ্ট্য আছে যেমন ইমিউনােলজিকাল এবং ননইমিউনােলজিকাল স্টিমুলাই দ্বারা মাস্ট সেলের ডিগ্রানুলেশন প্রতিরােধ, সাইটোকাইনের নিঃসরণ প্রতিরােধ; বিশেষভাবে মাস্টোসাইট এবং মনােসাইট হতে TNF 0 এর নিঃসরণ প্রতিরােধ ইত্যাদি।
নির্দেশনা:
রুপাটাডিন সিজনাল এবং পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস এবং আর্টিকারিয়া এর জন্য। নির্দেশিত।
মাত্রা ও সেবনবিধি :
রুপা ট্যাবলেটঃ ১০ মি.গ্রা. দিনে একবার খাওয়ার আগে অথবা পরে। রুপা ওরাল সলিউশনঃ ২-১১ বছর বয়সী শিশু ২৫ কেজি বা বেশী ওজনের শিশু: ১ চা-চামচ (৫ মি.লি.) দৈনিক একবার খাবারের আগে অথবা পরে। ১০ কেজি বা তার সমান থেকে ২৫ কেজি ওজনের শিশু: ১/২ চা-চামচ (২.৫ মি.লি.) দৈনিক একবার খাবারের আগে অথবা পরে।
বিপরীত নির্দেশনা :
রুপাটাডিন অথবা এতে ব্যবহৃত অন্য যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা।
পার্শ্ব প্রতিক্রিয়া :
সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে ঝিমুনি, দুর্বলতা ও অবসাদ হতে পারে। ডিসপেপসিয়া, র্যাশ। এবং বেশি খাওয়ার ইচ্ছা কদাচিৎ হতে পারে।
সাবধানতা :
রুপাটাডিন ১০ মি.গ্রা. প্রতিদিন একবার সেবনে স্নায়ুতন্ত্রে এবং সাইকোমটর ফাংশনের উপর বিশেষ কোন প্রভাব নেই। তারপরও গাড়ি এবং যন্ত্রপাতি চালানাের সময় সতর্কতা অবলম্বন করা। উচিত।
বিশেষ ক্ষেত্রে ব্যবহার :
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার :
গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তথ্য নেই। ভ্রুণের ক্ষতির চেয়ে ওষুধ সেবনে উপকার বেশি হলে গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে। রুপাটাডিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। তাই মাতৃদুগ্ধদানকালে রুপাটাডিন সাবধানতার সাথে ব্যবহার করতে হবে।
বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার :
বয়স্ক রােগীদের ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।
লিভার ও কিডনি অকার্যকর রােগীদের ক্ষেত্রে ব্যবহার :
লিভার ও কিডনি অকার্যকর রােগীদের ব্যবহারের ক্ষেত্রে তথ্য পাওয়া যায়নি তাই এটি ব্যবহার করা উচিত নয়।
ড্রাগ ইন্টার্যাকশন :
cYP3A4 ইনহিবিটর যেমন ইরাইথ্রোমাইসিন এবং কিটোকোনাজল রুপাটাডিনের সিস্টেমেটিক এবং প্রিসিস্টেমেটিক মেটাবােলিজমকে বাধা প্রদান করে। তাই কপাটাডিন কিটোকোনাজল, ম্যাকরােলাইড অথবা অন্য cYP3A4 ইনহিবিটরের সাথে ব্যবহার করা উচিত নয়। রুপাটাডিন cNS ডিপ্রেসেন্ট অথবা এলকোহলের সাথে ব্যবহার করলে CNS ডিপ্রেসেন্ট প্রতিক্রিয়া বাড়তে পারে।
সংরক্ষণ:
• আলাে থেকে দূরে, ৩০° সে. তাপমাত্রার নিচে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
• শিশুদের নাগালের বাইরে রাখুন।
প্যাকিং :
রুপা ট্যাবলেট। প্রতিটি বাক্সে আছে ৫০ টি ট্যাবলেট।
রুপা ওরাল সলিউশনঃ প্রতিটি বােতলে আছে ৬০ মি.লি, ওরাল সলিউশন।
প্রস্তুতকারক :
এরিস্টোফার্মা লিঃ
শ্যামপুর-কদমতলী শি/এ, ঢাকা-বাংলাদেশ
Post a Comment