ক্যাফেডন”
প্যারাসিটামল বিপি + ক্যাফেইন বিপি
বর্ণনা
মায়ের দুধে খুবই কম পরিমাণে নিঃসৃত হয় বলে স্তন্যদানরত প্যারাসিটামল এবং ক্যাফেইন এর
সমন্বয়কারী ঔষধ সু- মায়েদের স্তন্যদান থেকে বিরত থাকার প্রয়ােজন নেই। প্রতিষ্ঠিত ব্যথা নাশক।
অন্যান্য ঔষধের ব্যবহার উপস্থাপনা।
মেটোক্লোমাইড ও ডমপেরিডন প্যারাসিটামলের শােষণ প্রতিটি ট্যাবলেটে আছে
প্যারাসিটামল বিপি ৫০০ মি.গ্রা. বাড়াতে পারে। পক্ষান্তরে কোলেস্টাইরামিন
প্যারাসিটামলের এবং ৬৫ মি.গ্রা. ক্যাফেইন বিপি।
শােষণ কমিয়ে দেয়। ওয়ারফারিন ও অন্যান্য কিউমারিন’র
রক্ত জমাট বাঁধা দান করার ক্ষমতা বাড়িয়ে দিয়ে রােগ নির্দেশনা।
প্যারসিটামল রক্তক্ষরণ বাড়িয়ে দেয়। ক্যাফেডন তীব্র ব্যথা এবং জ্বর সংক্রান্ত বিভিন্ন
সমস্যা। যেমন: মাথা ব্যথা, মাইগ্রেনের ব্যথা, পিঠে ব্যথা, দাঁতে ব্যথা, সংরক্ষণ স্নায়ু বেদনা,
গিটে গিটে ব্যথা, ঋতুস্রাব কালীন জরায়ুতে ঠান্ডা এবং শুষ্ক স্থানে ৩০°সে. তাপমাত্রার নীচে
সংরক্ষণ ব্যথায় নির্দেশিত। এ ছাড়াও বিভিন্ন ধরনের ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা করুন । আলাে
থেকে দূরে রাখুন । এবং গলায় ঘা জনিত বিভিন্ন লক্ষণ উপশম করে।
সরবরাহ। প্রতি নির্দেশনা
প্রতি বাক্সে আছে ২০x১০টি ট্যাবলেট ব্লিস্টার প্যাকে ।। প্যারাসিটামল, ক্যাফেইন এবং অন্যান্য
উপাদানের প্রতি সংবেদনশীল রােগীদের ক্ষেত্রে।
সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন । | মাত্রা ও প্রয়ােগবিধি। প্রাপ্ত বয়স্ক: দুটি করে ট্যাবলেট
দিনে ৪ বার। প্রতিদিন ৮ টি বিস্তারিত তথ্যের জন্য ইংরেজী অংশ দ্রষ্টব্য । ট্যাবলেটের বেশী ব্যবহার করা
উচিত নয়। বয়স্ক: প্রাপ্ত বয়স্কদের মতই ।
পার্শ্ব প্রতিক্রিয়া প্যারাসিটামলের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই নগন্য। কিন্তু অতি সংবেদনশীলতার জন্য র্যাশ দেখা
দিতে পারে।
সতর্কতা বৃক্ক ও যকৃতের মারাত্বক জটিলতার ক্ষেত্রে প্যারাসিটামলের ব্যবহার সাবধানতার সাথে করতে
হবে। চা ও কফির অতিরিক্ত ব্যবহার পরিহার করতে হবে। মাথা ব্যথা ও অন্যান্য লক্ষণের উপস্থিতি ওষুধ
সেবনের পরও থাকলে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্যারাসিটামল সমৃদ্ধ অন্যান্য ওষুধের
ব্যবহার এক সাথে করা উচিত নয় ।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন ব্যবহার নির্দেশিত মাত্রায় এই ওষুধের ব্যবহারে তেমন কোন
ক্ষতিকর প্রস্তুতকারক। প্রভাব পরিলক্ষিত হয়নি। প্যারাসিটামল এবং ক্যাফেইন হেলথকেয়ার
ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
রাজেন্দ্রপুর, গাজীপুর, বাংলাদেশ
Post a Comment