নরভিস টাইমােনিয়াম মিথাইলসালফেট আইএনএন

 নরভিস।

টাইমােনিয়াম মিথাইলসালফেট আইএনএন

উপাদান। নরভিস ট্যাবলেট: প্রতিটি ট্যাবলেটে আছে টাইমােনিয়াম মিথাইলসালফেট আইএনএন

৫০ মি.গ্রা.।। নরভিস ইঞ্জেকশন: প্রতি ২ মি.লি. এ্যাম্বুলে আছে টাইমােনিয়াম মিথাইলসালফেট

আইএনএন ৫ মি.গ্রা.। নরভিস সিরাপ: প্রতি ৫ মি.লি. সিরাপে আছে টাইমােনিয়াম মিথাইলসালফেট

আইএনএন ১০ মি.গ্রা.। নরভিস সাপােজিটরি: প্রতিটি সাপােজিটরিতে আছে টাইমােনিয়াম

মিথাইলসালফেট আইএনএন ২০ মি.গ্রা.।।

ফার্মাকোলজি। টাইমােনিয়াম মিথাইলসালফেট একটি কোয়াটারনারী অ্যামােনিয়াম এন্টি-মাসকারনিক

উপাদান যার অ্যাট্রোপিনের মত কার্যকারিতা রয়েছে। টাইমােনিয়াম মিথাইলসালফেট ফসফোলিপিড ও

প্রােটিন মেমব্রেনের ক্যালসিয়াম বন্ধন শক্তিশালী করে যার ফলে পরিপাকতন্ত্রের কোষ আবরণী স্থিতিশীল হয়।

নির্দেশনা টাইমােনিয়াম মিথাইলসালফেট একটি এন্টিস্পাজমােডিক ঔষধ। ইহা পরিপাকতন্ত্র,

বিলিয়ারী সিস্টেম, ইউটেরাস ও মূত্রথলীর পেশীর সংকোচনকে শিথিল করে। ইহা

গ্যাস্ট্রোএন্ট্রাইটিস, ডায়রিয়া, ডিসেন্ট্রি, বিলিয়ারী কলিক, এন্টারােকোলাইটিস, কলিসিস্টাইটিস,

কোলােনােপ্যাথী, সিসটাইটিস এবং স্পাজমােডিক ডিসমেনােরিয়াতে নির্দেশিত।

মাত্রা ও সেবনবিধি নরভিস ট্যাবলেট: ২-৬ টি ট্যাবলেট (১০০-৩০০ মি.গ্রা.) দৈনিক বিভক্ত মাত্রায় মুখে

খেতে হবে। নরভিস ইঞ্জেকশন: ১ টি করে এ্যাম্পুল (৫ মি.গ্রা.) দিনে ৩ বার ইন্ট্রামাসকুলার অথবা

ইন্ট্রাভেনাস পথে ধীরে ধীরে প্রয়ােগ করতে হবে। নরভিস সিরাপ: শিশু: প্রতি কেজি দৈহিক ওজনের জন্য

দৈনিক ৩ মি.গ্রা. - ৬ মি.গ্রা. অথবা ১.৫ মি.লি. - ৩ মি.লি. করে ৩ টি বিভক্ত মাত্রায়। প্রাপ্ত বয়ষ্ক: দৈনিক ৩০

মি.গ্রা. - ৯০ মি.গ্রা. অথবা ১৫ মি.লি. - ৪৫ মি.লি. করে তিন বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী

সেব্য। নরভিস সাপােজিটরি: ১ টি করে সাপােজিটরি দিনে দুই অথবা তিন বার প্রয়ােগ করতে হবে।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া চিকিৎসকের পরামর্শ ব্যতীত অন্য ওষুধের সাথে ইহা ব্যবহার করা যাবে না।

গর্ভাবস্থায় ব্যবহার ভুণের ক্ষতি অপেক্ষা মায়ের উপকৃত হবার সম্ভাবনা বেশি থাকলে ব্যবহার করা যাবে।

দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার ভ্রণের ক্ষতি অপেক্ষা মায়ের উপকৃত হবার সম্ভাবনা বেশি থাকলে

ব্যবহার করা যাবে।

পার্শ্ব-প্রতিক্রিয়া স্বভাবত খুবই অল্প পরিমান পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যায়।।

প্রতিনির্দেশনা টাইমােনিয়াম মিথাইলসালফেট গ্লকোমা রােগীদের ক্ষেত্রে এবং যে সকল রােগীর

একিউট আইবল পেইন ও সেইসাথে দৃষ্টির সমস্যা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

যাদের। প্রােষ্টেট অথবা ইউরিনারী ব্লাডারের অস্বাভাবিকতা আছে তাদের ক্ষেত্রে ইহা ব্যবহার করা

যাবে না ।

সংরক্ষণ আলাে ও আর্দ্রতা থেকে দূরে, ঠাণ্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে

রাখুন।

সরবরাহ নরভিস ট্যাবলেট: প্রতিটি বাক্সে রয়েছে ৫০টি ট্যাবলেট ব্লিস্টার প্যাকে। নরভিস ইঞ্জেকশন: প্রতিটি

বাক্সে রয়েছে ১০টি এ্যাম্পুল ব্লিস্টার প্যাকে। নরভিস” সিরাপ: প্রতিটি বাক্সে রয়েছে ১০০ মি.লি. সিরাপ PET

বােতলে এবং সাথে একটি মাত্রা পরিমাপক কাপ । নরভিস সাপােজিটরি: প্রতিটি বাক্সে রয়েছে ১০টি

সাপােজিটরি ব্লিস্টার প্যাকে।

প্রস্তুতকারক

ফার্মাসিউটিক্যালস লিমিটেড

পাবনা, বাংলাদেশ ® রেজিস্টার্ড ট্রেডমার্ক

Post a Comment

Previous Post Next Post