পােভিডেক্স" পােভিডন-আয়ােডিন ইউএসপি ১০%

 পােভিডেক্স"

পােভিডন-আয়ােডিন ইউএসপি ১০%

উপাদান

প্রতি মি.লি. সলিউশনে আছে ১০০ মি:গ্রা: পােভিডন-আয়ােডিন ইউএসপি

বিবরণ

পােভিডেক্স অয়েন্টমেন্টে আছে পােভিডন-আয়ােডিন যা পলিভিনাইলপাইরােলিড এবং আয়ােডিন সমন্বিত সুস্থিত রাসায়নিক উপাদান। এটি বিস্তৃতি বর্নালির জীবাণুনাশক এবং ব্যাকটেরিসাইড, ভিরুসাইড, স্পেরিসাইড, এমেবিসাইড নেমাটোসাইড হিসাবে ক্রিয়া করে। পােভিডেক্স অনুজীবের প্রতিরােধক্ষমতা তৈরী করে না। এটি নিরাপদ এবং সাধারণত ব্যবহার সহজ।

নির্দেশনা এবং ব্যবহারবিধি

সহায়ক চিকিৎসা হিসাবে নিম্নলিখিত ক্ষেত্রে নির্দেশিত

  • প্রাইমারী ও সেকেন্ডারী ত্বকের সংক্রমণ

  • সংক্রমিত সার্জিক্যাল ক্ষত।

  • পােড়া ও ত্বকের ক্ষতে অনুজীবের সংক্রমণ প্রতিরােধ।

  • ক্ষত, পােড়া ও কেটে যাওয়া ত্বকে সংক্রমণ প্রতিরােধ এবং নিরাময়ে সহায়তা করা।

মাত্রা ও প্রয়ােগবিধি

সংক্রমণের চিকিৎসায় দিনে এক থেকে দুই বার সর্বোচ্চ ১৪ দিন আক্রান্ত স্থানে প্রয়ােগ করতে হবে।

সংক্রমণ প্রতিরােধে প্রয়ােজনবােধে সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করতে হবে। আক্রান্ত স্থান পরিস্কার ও শুস্ক রাখতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়া

পােভিডন-আয়ােডিন ত্বকে সাময়িক জ্বালা পােড়া সৃষ্টি করতে পারে। তবে আয়ােডিনের চেয়ে কম। তীব্র পােড়াজনিত ক্ষত স্থানে পােভিডন আয়ােডিন সিসটেমিক পার্শ্বপ্রতিক্রিয়া যেমন মেটাবােলিক এসিডােসিস ও বৃক্কের ক্ষতি সাধন করে।

প্রতিনির্দেশনা

পােভিডন আয়ােডিন সদ্যজাত শিশু ও কম ওজন সম্পন্ন বাচ্চাদের ক্ষেত্রে নির্দেশিত নয়। থাইরয়েড সমস্যাজনিত রােগীদের ক্ষেত্রে এর প্রতিনিয়ত ব্যবহার প্রতিনির্দেশিত।

সাবধানতা

গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পােভিডন আয়ােডিনের প্রতিনিয়ত ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কেটে যাওয়া ত্বকে এর প্রতিনিয়ত ব্যবহার বৃক্কীয় সমস্যা সৃষ্টি করতে পারে। লিথিয়াম থেরাপী চলাকালীন সময়ে রােগীদের এটা ব্যবহার করা উচিত নয়।।

সংরক্ষণ

শুষ্ক স্থানে অনধিক ২৫ °সে. তাপমাত্রায় সংরক্ষণ করুন। আলাে থেকে দূরে রাখুন। ফ্রিজে রাখবেন না।

সরবরাহ

পােভিডেক্স সলিউশন : প্রতি বােতলে আছে ১০০ মিলি. সলিউশন।।

সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

প্রস্তুতকারক

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

রাজেন্দ্রপুর, বাংলাদেশ কর্তৃক

ইউনিমেড এন্ড ইউনিহেলথ ম্যানুফ্যাকচারারস লিমিটেড।

গাজীপুর, বাংলাদেশ-এ প্রস্তুতকৃত


Post a Comment

Previous Post Next Post