পােগো®
মাল্টিভিটামিন সিরাপ এবং কড লিভার অয়েলপার্শ্ব-প্রতিক্রিয়া। সাধারণত: সুসহনীয়।
প্রতি ৫ মি.লি. তে আছে ভিটামিন এ (ভিটামিন এ পামিটেট ইউএসপি হিসাবে) ২০০০। আই ইউ,
ভিটামিন বি১ (থায়ামিন হাইড্রোক্লোরাইড বিপি হিসাবে) ০.৭০ মি.গ্রা., ভিটামিন বি২ (রিবােফ্লাবিন
সােডিয়াম ফসফেট বিপি হিসাবে) ০.৮৫ মি.গ্রা., ভিটামিন বি (পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড ইউএসপি
হিসাবে) ০.৩৫ মি.গ্রা., ভিটামিন সি। (এসকরবিক এসিড ইউএসপি হিসাবে) ১৭.৫০ মি.গ্রা., ভিটামিন ডি
(কোলেক্যালসিফেরল ইউএসপি হিসাবে) ২০০ আই ইউ, ভিটামিন ই (আলফা-টোকোফেরােল এসিটেট
ইউএসপি হিসাবে) ১.৫০ মি.গ্রা., নিকোটিনামাইড ইউএসপি ৯.০০ মি.গ্রা. এবং কড় লিভার অয়েল
ইউএসপি ১০০.০০ মি.গ্রা.।
প্রতিনির্দেশনা লেভােডােপা চিকিৎসায়, হাইপারক্যালসেমিয়া, গ্লুকোজ-৬-ফসফেট ডিহাইড্রোজিনেজ
ঘাটতি এবং যে সমস্ত রােগী এই ওষুধের যে কোন সক্রিয় উপাদানের প্রতি অতিসংবেদনশীল তাদেরকে
দেওয়া যাবে না।
সতর্কতা যেহেতু এই ওষুধ শরীরে জমা হতে পারে বলে মাত্রাতিরিক্ত সেবন করা উচিত নয় অথবা
আন্ত:ক্রিয়া। ইরাইথ্রোমাইসিন, কনজুগেটেড এস্ট্রোজেন, সােডিয়াম বাইকার্বোনেট, ক্লোরােথায়াজাইড
ইত্যাদি ওষুধের সাথে ইন্টার্যাকশন হতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
বর্ণনা পােগাে® তে আছে ৮টি প্রয়ােজনীয় ভিটামিনসহ কড় লিভার অয়েল। ইহা। শিশুদের বাড়তি
সুরক্ষা দেয় এবং শিশুদের শক্তভাবে বেড়ে ওঠা ও সুস্থ থাকার। জন্য পর্যাপ্ত ভিটামিন সরবরাহ নিশ্চিত
করে। পােগাে® এর কড় লিভার অয়েলের। মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, ইপিএ ও ডিএইচএ।
রােগ প্রতিরােধ, অস্থি বৃদ্ধি, নাইট ভিশন, কোষের বৃদ্ধি, টেস্টিকিউলার ও ওভারিয়ান ফাংশনে ভিটামিন
এ। প্রয়ােজন হয়। ক্যালসিয়ামের শশাষণ ও ব্যবহার এবং হাড়ের বৃদ্ধিতে ভিটামিন ডি প্রয়ােজন হয়।
ইপিএ ও ডিএইচএ হচ্ছে ওমেগা-৩ ফ্যাটি এসিড যেগুলাে শরীরে। প্রােস্টাগ্লানডিনে রূপান্তরিত হয়।
হরমােনের কাজের উপর প্রােস্টাগ্লানডিনের নিয়ন্ত্রণ করার প্রভাব থাকায় বিভিন্ন ধরণের শারীরিক
প্রক্রিয়ায় প্রভাব ফেলে। ওমেগা-৩ ফ্যাটি এসিড় অস্টিওআথ্রাইটিস ও রিওমাটয়েড আথ্রাইটিসের
উপসর্গ দূর করে, রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়ায় এবং রক্ত সঞ্চালন সচল রাখে। ধারণা করা হয় যে,
ইপিএ
ও ডিএইচএ হৃদরােগের ঝুঁকি কমিয়ে দেয়। অভূমিষ্ট শিশুর মস্তিষ্ক বৃদ্ধির জন্যও ডিএইচএ প্রয়ােজন।
বাণিজ্যিক মােড়ক পােগােস্ট ১০০ মি.লি. সিরাপ
সংরক্ষণ ঠান্ডা ও শুষ্ক স্থানে ৩০° সে. তাপমাত্রার নীচে সংরক্ষণ করুন। আলাে থেকে দূরে। রাখুন।
| ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
বিস্তারিত তথ্যের জন্য ইংরেজী অংশ দ্রষ্টব্য।
নির্দেশনা • পােগাে বাড়ন্ত শিশুর বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গ সমুহের বৃদ্ধি এবং কাজ
সঠিক
নিয়ন্ত্রণ করে। • ভিটামিনের অভাব পূরণ করে অসুস্থ বাড়ন্ত শিশুর রােগের কারণে ক্ষুধামন্দা ও দুর্বলতা
দূর করার পাশাপাশি রােগ পরবর্তী হারানাে জীবনী শক্তি ফিরিয়ে আনে। ইহা রােগ প্রতিরােধ ক্ষমতা
বাড়ানাের পাশাপাশি সুস্থ। সবল ত্বক, চুল, নখ, দাঁত, হাড়, চোখ এবং স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করে। •
কাশি, সর্দি, বুক এবং ফুসফুসের বিভিন্ন রােগ হতে প্রতিরােধ বাড়িয়ে দেয়। • মস্তিস্ক। গঠনেও সহায়তা
করে। • ইহা প্রাপ্তবয়স্কদের হার্টের রােগ, রিউমাটয়েড আথ্রাইটিস, সিওপিডি, ক্যানসার ইত্যাদিসহ
গুরুত্বপূর্ণ রােগসমূহের প্রতিরােধ ও চিকিৎসায় সাহায্য করে। • ইহা গর্ভস্থ এবং দুগ্ধপােষ্য শিশুর
বৃদ্ধিতে
সহায়তা করে।
Healthcare
মাত্র। ও সেবনবিধি শিশু ১ হতে ১২ মাস বয়স্ক : প্রতিদিন ২.৫ মি.লি. (অর্ধেক চা-চামচ)। শিশু ১ হতে ৪
বছর বয়স্ক
: প্রতিদিন ৫ মি.লি. (১ চা-চামচ) ৪ বছরের ঊর্ধ্বে
: প্রতিদিন ৭.৫ মি.লি. (১৯২ চা-চামচ) প্রাপ্তবয়স্ক
: প্রতিদিন ১০ মি.লি. (২ চা-চামচ)
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড রাজেন্দ্রপুর, বাংলাদেশ কর্তক। ইউনিমেড এন্ড ইউনিহেলথ
ম্যানুফ্যাকচারারস লি. বাংলাদেশ-এ প্রস্তুতকৃত।
Post a Comment