ডেনভার সেফিক্সিম ইউএসপি
উপাদান
ডেনভার ২০০ মি.গ্রা. ক্যাপসুল: প্রতিটি ক্যাপসুলে আছে সেফিক্সিম ট্রাইহাইড্রেট
ইউএসপি ২২৪ মি.গ্রা. যা ২০০ মি.গ্রা. সেফিক্সিমের সমতুল্য। ডেনভার ৪০০ মি.গ্রা. ক্যাপসুল;
প্রতিটি ক্যাপসুলে আছে সেফিক্সিম ট্রাইহাইড্রেট ইউএসপি ৪৪৮ মি.গ্রা. যা ৪০০ মি.গ্রা,
সেফিক্সিমের সমতুল্য। ডেনভার® সাসপেনশন তৈরীর পাউডার; সংমিশ্রনের পর প্রতি ৫ মি.লি, এ
আছে সেফিক্সিম ট্রাইহাইড্রেট ইউএসপি। ১১২ মি.গ্রা. যা ১০০ মি.গ্রা. সেফিক্সিমের সমতুল্য।
ডেনভার ডিএস সাসপেনশন তৈরীর পাউডার: সংমিশ্রনের পর প্রতি ৫ মি.লি. এ আছে সেফিক্সিম
ট্রাইহাইড্রেট ইউএসপি ২২৪ মি.গ্রা. যা ২০০ মি.গ্রা. সেফিক্সিমের সমতুল্য।
নির্দেশনা
• রেচন তন্ত্রের সংক্রমন,
• উধ্ব এবং নিম্ন স্বাসতন্ত্রের সংক্রমন,
• মধ্যকর্নের সংক্রমন,
• টাইফয়েড এবং প্যারাটাইফয়েড জ্বর,
• গনােরিয়া,
• প্যারেনটেরাল থেকে ওরাল সুইচ থেরাপি।
মাত্রা ও সেবনবিধি । সাধারণত চিকিৎসার সময়কাল ৭দিন। তবে প্রয়ােজনবােধে ইহা ১৪দিন হতে
পারে। প্রতিদিনের মাত্রা ১-২টি বিভক্ত মাত্রায় দেয়া যেতে পারে। সাধারণ মাত্রা: প্রাপ্ত বয়স্ক এবং ১০
বছরের উধ্বের শিশু :২০০ - ৪০০ মি.গ্রা. প্রতিদিন। ৬ মাসের উর্ধ্বের শিশু :৮ মি.গ্রা./কেজি
প্রতিদিন। ৬ মাস - ১ বৎসর : ৭৫ মি.গ্রা. প্রতিদিন। ১ - ৪ বৎসর :১০০ মি.গ্রা. প্রতিদিন। ৫- ১০
বৎসর :২০০ মি.গ্রা. প্রতিদিন। শিশুদের জন্য মাত্রার হিসাব
নির্দেশিত মাত্রা বাচ্চাদের জন্য (আনুমানিক) বাচ্চার ওজন (কেজি)
| ১০০ মি.গ্রা./৫ মি.লি. | ২০০ মি.গ্রা./৫ মি.লি.। মাত্রা/দিন (মি.গ্রা.)
| মাত্রা/দিন (মি.লি.) | মাত্রা/দিন (মি.লি.)। ৫-৭.৫
অথবা উর্ধ্ব
১০।
টাইফয়েড এবং প্যারাটাইফয়েড জ্বর: প্রাপ্ত বয়স্ক: ২০০ মি.গ্রা. ১২ ঘন্টা পর পর,
শিশু:১০ মি.গ্রা./কেজি ১২ ঘন্টা পর পর। গনােরিয়া: প্রাপ্ত বয়স্ক:৪০০ - ৮০০ মি.গ্রা.
এর একক মাত্রা। ৬ মাসের নীচের শিশুদের ক্ষেত্রে নিরাপত্তা এবং কার্য প্রতিষ্ঠিত
হয়নি। কিডনী সমস্যায় মাত্রা: ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ২০ মি.লি./মিনিট অথবা বেশী:
সাধারণ মাত্রা। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ২০ মি.লি./মিনিট এর কম অথবা ক্রনিক
এমবুলেটরি পেরিটোনিয়্যাল ডায়ালাইসিস অথবা হিমােডায়ালাইসিস: প্রতিদিনের মাত্রা
২০০ মি.গ্রা. এর বেশী হওয়া উচিত নয়। সাসপেনশন প্রস্তুতের নিয়মাবলী: ডেনভার®
সাসপেনশন তৈরীর পাউডার: ৩০ মি.লি. সাসপেনশন প্রস্তুতের জন্য ২০ মি.লি.
ফুটানাে পানি ঠাণ্ডা করে নিতে হবে, ৪০ মি.লি. সাসপেনশন প্রস্তুতের জন্য ২৫ মি.লি.
ফুটানাে পানি ঠাণ্ডা করে নিতে হবে, ৫০ মি.লি. সাসপেনশন প্রস্তুতের জন্য ৩৫ মি.লি.
ফুটানাে পানি ঠাণ্ডা করে নিতে হবে। ডেনভার® ডিএস সাসপেনশন তৈরীর পাউডার:
৩৭.৫ মি.লি. সাসপেনশন প্রস্তুতের জন্য ২৫ মি.লি. ফুটানাে পানি ঠাণ্ডা করে নিতে
হবে। ৫০ মি.লি. সাসপেনশন প্রস্তুতের জন্য ৩৫ মি.লি. ফুটানাে পানি ঠাণ্ডা করে
নিতে হবে।
সাসপেনশন মিশ্রনের নিয়মাবলী:
• ব্যবহারের পূর্বে বােতল ঝাঁকিয়ে নিন,
যেন পাউডার জমাট বেঁধে না থাকে এবং বােতলের ক্যাপটি নিরাপদে খুলুন।
• মুখে ব্যবহার্য ডিসপেনসারের সাহায্যে নির্দেশিত পরিমাণ ফুটানাে পানি ঠাণ্ডা অবস্থায় টেনে
নিন।
• ধীরে ধীরে প্রয়ােজনীয় পরিমাণ পানি বােতলের পাউডারের সাথে মেশান।
•১-২ মিনিট বােতল ভালভাবে ঝাঁকিয়ে সম্পূর্ণরুপে মিশ্রিত সাসপেনশন তৈরী করুন।
প্রতিনির্দেশনা সেফালােস্পােরিন এন্টিবায়ােটিকের প্রতি অতি সংবেদনশীলতা।
গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে গর্ভাবস্থায়: ক্ষতিকর বলে জানা যায়নি।
স্তন্যদানকালে: চিকিৎসক জরুরী মনে না করা পর্যন্ত ব্যবহার করা যাবে না। পার্শ্ব
প্রতিক্রিয়া। সেফিক্সিম সাধারণত সুসহনীয়। ক্লিনিক্যাল ট্রায়ালে যেসমস্ত পার্শ্ব
প্রতিক্রিয়া দেখা গিয়েছে সেগুলাে মৃদু এবং স্বনিয়ন্ত্রিত। ডায়রিয়া, পায়খানার পরিবর্তন,
বমি বমি ভাব, বমি, তলপেটে ব্যথা, বদহজম, মাথাব্যথা এবং ঝিমুনি। সতর্কতা
সেফালােস্পােরিন এবং পেনিসিলিন এন্টিবায়ােটিকের প্রতি অতিসংবেদনশীলতা। খুব
বেশী কিডনীর সমস্যা। সিউডােমেমব্রেনাস কোলাইটিসের লক্ষণ সমূহ চিকিৎসার
সময় এবং পরে আসতে পারে। অন্যান্য ঔষধের সাথে ক্রিয়া এন্টিকোয়াগােলেশন
থেরাপির সাথে দিলে সাবধান থাকতে হবে।
ডেনভার®২০০ মি.গ্রা. ক্যাপসুল: প্রতিটি বাক্সে আছে ৪x৬ টি ক্যাপসুল ব্লিস্টার প্যাকে।
ডেনভার ৪০০ মি.গ্রা. ক্যাপসুল: প্রতিটি বাক্সে আছে ২৬ টি ক্যাপসুল ব্লিস্টার প্যাকে।
ডেনভারসাসপেনশন তৈরীর পাউডার: অ্যাম্বার গ্লাস বােতলে আছে ৩০ মি.লি. / ৪০ মি.লি,
৫০ মিলি। সাসপেনশন তৈরীর পাউডার।ডেনভার ডিএস সাসপেনশন তৈরীর পাউডার:
অ্যাম্বার গ্লাস বােতলে আছে ৩৭.৫ মি.লি./ ৫০ মি.লি. সাসপেনশন তৈরীর পাউডার।
সংরক্ষণ। শুষ্ক স্থানে ৩০°সে. তাপমাত্রার নীচে সংরক্ষণ করুন। আলাে থেকে দূরে রাখুন।
ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
Healthcare
প্রস্তুতকারক হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড রাজেন্দ্রপুর, গাজীপুর, বাংলাদেশ
Post a Comment