ভালবাসার উক্তি ভালবাসার সেরা গল্প

 সংসার জীবনে ভালোবাসার সত্য কিছু চরিত্র। যা আমাদের লাইফের উপর ডিফেন্স করে প্রতিহত হয়।

 

[caption id="attachment_159" align="aligncenter" width="502"] ভালবাসার উক্তি ভালবাসার সেরা গল্প[/caption]

 

 

দিনের শেষে ঘরে ফিরে শ্রী ব্রা খুলতে ব্যস্ত থাকা স্বামী ভুলে যায়, স্তন থেকে দুই ইঞ্চি গভীরে একটা হৃদপিণ্ড আছে।

 

লবণাক্ত একটা শরীর স্পর্শ করার আগে কোন দিন হয় তো জিজ্ঞেস করা হয় না তুমি ভালো আছো।

 

রাস্তার মোড় থেকে কনডম কিনে ঘরে ফেরা স্বামীর মনে থাকে না,একটা ছোট্ট কাজলের কৌটা নিয়ে আজ ঘরে ফিরলে কেমন হয়।

 

সংসার একটা উপভোগ করার জায়গা অথচ আমরা অনেক সময় শুধু ভোক করাটাকেই সংসার ভাবতে থাকি।

 

বক আর উপভোগের মাঝখানে পার্থক্যটা বুঝতে কষ্ট হয় বলেই আমাদের দাম্পত্য জীবনের একঘেয়েমি চলে আসে।

 

সংসার মানে আসলে নিয়ম করে ব্লাউজের বোতাম খোলা না এসব খোলামেলা নিয়মের বাইরে ও অনেক কিছু থাকে।

 

সংসার একটা দায়িত্ব বোধের জায়গা।

শারীরিক আকর্ষণের উম্মাদনা শেষে উল্টা পাশ হয়ে ঘুমিয়ে যাওয়া দম্পতি ভালোবাসায় কখনো অনীহা আসেনা।

 

বীর্য স্ফলনের পর যদি মানুষটাকে অসহ্য লাগা শুরু হয় তাহলে আপনি কামুক এখনো প্রেমিক হয়ে উঠতে পারেননি।

 

প্রেমিক হলে,

মাথায় হাত বুলাতে বিপরীত মানুষটার নিদ্রা পর্যন্ত অপেক্ষা করতে হয়।

[gallery ids="158"]

একটা বয়সে আমরা প্রেমের পাশাপাশি শরীরটাকেও ভীষণ ভাবে প্রত্যাশা করি। আবার একটা সময় শরীরের পাশাপাশি আমাদের প্রেমটাও ভীষণ প্রয়োজন হয়।

 

নগ্ন দেহের প্রতি কোন মুগ্ধতা নেই।

মুগ্ধতা পাওয়া যায় প্রেমিকার চুলে, গালের টোলে, কপালের টিপে, চোখের কাজলে।

 

প্রেম মানে তোমার চোখের দিকে তাকিয়ে 256 বার মরে যাওয়া যায়।

 

প্রেম মানে তুমি ঘুমাও আমি একটা আস্ত রাত জেগে থেকে তোমাকে দেখি।

 

ভালোবাসার জন্য আপনি শরীরকে অস্বীকার করতে পারবেন না তাহলে শরীরের জন্য কিভাবে ভালোবাসাকে অস্বীকার করেন।

 

ভালোবাসায় শরীর আসবেই তবে শরীরে ও যাতে ভালোবাসা আছে।

 

শুধু স্তন নয় স্তন থেকে দুই ইঞ্চি গভীরে থাকা হৃদপিণ্ড যে দেখতে পায় না সে আর যাই হোক ভালো বাসতে শিখেনি।

 

আমরা যোনির গভীরতা আবিষ্কার করতে শিখেছি অথচ হৃদপিন্ডের গভীরতা অনুসন্ধান করতে শিখিনি।

 

একটা আস্ত রাত কাপড় খুলে শুয়ে না থেকে দেখুন মানুষটার হাত ধরে বসে থেকে দেখুন।

 

দু-চারটা সুখ-দুঃখের কথা শুনুন বিপরীত মানুষটাকে একটু সময় দিন মানুষ তার বুকের ভেতর আপনার জন্য একটু মুগ্ধতা আসুক।

 

মুগ্ধতা হীনতার আক্রান্ত হৃদপিণ্ড একসময় আপনার লংটাইম ডিউরেশনাল যৌনতার প্রতি ও আর আগ্রহ বোধ করবে না।

 

যার প্রতি প্রেম থাকেনা তার জন্য কাম ও জাগে না।


Post a Comment

Previous Post Next Post