ডুডােন ডমপেরিডােন বিপি

ডমপেরিডােন বিপি

বিবরণঃ

ডােন হচ্ছে একটি ডােপামিন প্রতিবন্ধক। যেহেতু সরাসরি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রবেশ করতে পারে না তাই এর কার্যকারিতা পেরিফেরিতে সীমাবদ্ধ এবং এটা প্রধানত কেমােরিসেপ্টর ট্ৰীগার জোন ও পাকস্থলীর রিসেপ্টরে কাজ করে।

উপস্থাপন:

ডুডােন ট্যাবলেট: প্রতি ট্যাবলেটে রয়েছে ডমপেরিডােন ম্যালিয়েট বিপি যা ডমপেরিডােন ১০ মি. গ্রা. এর সমতূল্য।

ডুডােন সাসপেনশন: প্রতি ৫মি.লি. সাসপেনশনে রয়েছে ৫ মি.গ্রা. ডমপেরিডােন।

নির্দেশনা:

১. অন্ত্রের সঞ্চালন বৃদ্ধি:

ক) নন আলসার ডিসপেপসিয়া ।

খ) ইসােফেজিয়াল রিফ্লাক্স, রিফ্লাক্স ইসােফেজাইটিস এবং পাকস্থলীর প্রদাহ (গ্যাসট্রাইটিস)

গ) ডায়াবেটিক রােগীদের আন্ত্রিক সমস্যা (ডায়াবেটিক গ্যাসট্রোপেরেসিস)।

ঘ) ফাংশলান ডিসপেপসিয়া।

ঙ) "বেরিয়াম ফলাে থ্রো” রেডিওলজিক্যাল পরীক্ষায় বেরিয়াম এর দ্রুত সঞ্চালনের জন্য

২. সাইটোটক্সিক ওষুধ, রেডিও থেরাপি এবং পারকিনসনিজম বিরােধী ওষুধ সহ যেকোন কারণ ঘটিত বমি | ভাব এবং বমি প্রতিরােধে ও লক্ষণাদির উপশমে।

৩. মাইগ্রেন রােগের চিকিৎসায়।

সেবন মাত্রা ও বিধি:

মুখে খাবার জন্য নির্দেশিত মাত্রা:

প্রাপ্ত বয়স্ক: ১০-২০ মি.গ্রা. প্রতি ৪-৮ ঘন্টা অন্তর, দৈনিক।

শিশু: ০.২-০.৪ মি.গ্রা. / কি.গ্রা. শরীরের ওজন অনুসারে প্রতি ৪-৮ ঘন্টা অন্তর, দৈনিক।

দ্রষ্টব্য: হঠাৎ শুরু হওয়া বমি ভাব এবং বমির জন্য সর্বোচ্চ চিকিৎসাকাল ১২ সপ্তাহ। ডুডােন ট্যাবলেট এবং সাসপেনশন খাবার ১৫-৩০ মিনিট পূর্বে সেবন করা উচিত।

প্রতিনির্দেশ:

ডমপেরিডােনের প্রতি অতি সংবেদনশীল রােগী এবং নবজাতক শিশু (নেওনেট)-দের ক্ষেত্রে ডমপেরিডােন ব্যবহার নিষিদ্ধ।

সর্তকতা:

বাচ্চাদের ক্ষেত্রে ডমপেরিডােন অতি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত কারণ বাচ্চাদের ব্লাড ব্রেইন ব্যারিয়ারের অসম্পূর্ণ উন্নতির জন্য এক্সট্রা পিরামিডাল রিয়্যাকশনের সম্ভাবনা বেশী থাকে।

পার্শ্ব প্রতিক্রিয়া:

ডমপেরিডােন রক্তে প্রােল্যাকটিনের মাত্রা বৃদ্ধি করতে পারে (সংঘটন ১.৩%)। যার ফলে অতি দুগ্ধ নিঃসরণ, স্তনের বৃদ্ধি ও ক্ষতভাব এবং যৌন ইচ্ছা কম হতে পারে। ডমপেরিডােন সেবনের ফলে মুখে শুষ্কতা (১.৯%), পিপাসা, মাথাব্যথা (১.২%), নার্ভাসভাব, ঝিমুনী (০.৪%), পাতলা পায়খানা (০.২%), ত্বকে লালচে ভাব ও চুলকানি (০.১%) হতে পারে। ক্লিনিক্যাল পরীক্ষায় এক্সট্রা পিরামিডাল রিয়্যাকশন ০.০৫% রােগীর ক্ষেত্রে দেখা গিয়েছে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার:

গর্ভবতী মহিলা: এই ওষুধের নিরাপত্তা প্রমাণিত না হবার জন্য নির্দেশিত নয়। জীবের উপর পরীক্ষায় এর কোন টেরাটোজেনিক ফল দেখা যায়নি। স্তন্যদানকারী মা: ডমপেরিডােন দুগ্ধ নিঃসরণ বৃদ্ধি করতে পারে এবং জন্ম পরবর্তী স্তন্যদানে উন্নতি ঘটায়। এটা মায়ের দুগ্ধে অতি অল্প পরিমাণে নিঃসরিত হয় যা ক্ষতিকর বলে বিবেচিত হয় না।

ড্রাগ ইন্টার্যাকশন:

ডমপেরিডােন রক্তে ব্রোমােক্রিপটিনের প্রােল্যাকটিন কমানাের প্রবণতা কমিয়ে দিতে পারে। পরিপাকতান্ত্রিক কার্যকারিতায় অ্যান্টিমাসক্যারাইনি ও অপিঅয়েড এনালজেসিকের মাধ্যমে ডমপেরিডােনের কার্যক্ষমতা বন্ধ হতে পারে।

মাত্রাধিক্য:

মাত্রাধিক্যের কোন ঘটনা জানা যায়নি।

বাণিজ্যিক মােড়ক:

ডুডােন ট্যাবলেট: প্রতি বাক্সে রয়েছে ১০টি ট্যাবলেটের ১০টি ব্লিস্টার স্ট্রীপ । ডুডােন সাসপেনশন: প্রতি বােতলে রয়েছে ৬০ মি.লি. সাসপেনশন।

প্রস্তুতকারকঃ

(Kumudini) কুমুদিনী ফার্মা লিমিটেড

নারায়ণগঞ্জ, বাংলাদেশ


Post a Comment

Previous Post Next Post